নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট গাজিপুর ইউনিয়নের বাসুল্লা চৌমুহনী এলাকা থেকে ২৯০পিছ ইয়াবাসহ আবজল(৩০),ও ফারুক (৪৯) নামে দুই ইয়াবা ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।
আবজল গাজিপুর ইউনিয়নের ময়নাবিল কদমতলী গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে ও তার সহযোগী ফারুখ গোবরখলা গ্রামের ছন্দ মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলার আসামপাড়া বাল্লা সীমান্ত বডারগার্ড ৫৫ বিজিবি নায়েক রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। বিজিবির নায়েক রেজাউল করিম জানান গোপন সংবাদের বিত্তিতে খবর পেয়ে মাদক ব্যবসায়ীদের হাতে নাতে থেকে আটক করা হয় । আবজল দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে সারা উপজেলাসহ পুরো জেলাব্যাপী ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল এমন সংবাদ বিজিবির কাছে ছিল। এর পর থেকেই হাতে নাতে ধরতে বিজিবি তৎপর হয়ে অনেকদিন ধরে তার পেছনে সোর্স লাগিয়ে রাখে।
স্থানীয় লোকজন জানিয়েছে, এলাকাবাসী বিজিবির এ অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এধরনের অভিযান অব্যাহত থাকলে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না মাদক ব্যবসায়িরা।
এলাকার যুবসমাজ বিপথগামী হবে না। বিজিবির এধরনের অভিযান এলাকায় অব্যাহত রাখার দাবি তুলেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান বিকাল ৫টায় আসামীদের থানায় হস্তান্তর করেছে বিজিবি তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj