চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অপহরণ মামলার অভিযোগে চুনারুঘাট সদর পোস্ট অফিসের পোস্টাল অপারেটর আঃ মালেক মিয়া (৪৫) কে দুই দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গত সোমবার হবিগঞ্জের সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ভিকটিম উদ্ধার না হওয়ায় আসামী আঃ মালেককে পুলিশ হেফাজতে দুই দিনের রিমান্ডের আদেশ প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌর শহরের গোগাউড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে পোস্টাল অপারেটর আঃ মালেক মিয়া তার স্ত্রী পারভীন আক্তার ও ছেলে রাজীব এর বিরুদ্ধে চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত বছরের ১৮ নভেম্বর একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা নং-৩৮৩/১৮ইং।
এদিকে পোস্টাল অপারেটর আঃ মালেক মিয়া গত ১১ ফেব্রুয়ারি হবিগঞ্জের শিশু নির্যাতন আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন এবং তার ছেলে হাজির না হওয়ায় রাজিবের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিকে এই মামলার অন্য আসামী পারভীন আক্তার ২ মাস জেল কেটে বর্তমানে জামিনে রয়েছেন।
মামলার মূল রহস্য উদঘাটন, ভিকটিম উদ্ধার ও প্রকৃত অপরাধী সনাক্ত করণসহ গ্রেফতারের নিমিত্তে এবং সুষ্ঠ তদন্তের স্বার্থে আসামীকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করার যতেষ্ট কারণ রয়েছে বলে বাদী পক্ষের আইনজীবী আসামী মোঃ মালেক মিয়াকে ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন প্রার্থনা করেন। দু পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আদালত ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর প্রায় সকাল ৯টার দিকে ভিকটিম পরিক্ষার দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ভিকটিমকে অপহরণ করা হয়। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপরহণ মামলা দায়ের করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj