এস এইচ টিটু,সৌদিআরব থেকে: বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল সৌদিআরব শাখার উদ্দোগে মরহুম যুবদল নেতা এনামুল হক এনামের স্বরনে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্য বিএনপির নয়নের মনি সৌদআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।প্রধান অতিথির বক্ত্যবে মুকিব বলেন।
রাজনৈতিক জীবনে এনামুল হক ছিলেন শহীদ জিয়ার এক অতন্দ্র প্রহরী। বহু আন্দোলন সংগ্রামের অকুতোভয় এক জিয়ার সৈনিক মরহুম এনামুলের মৃত্যতে শোককে শক্তিতে পরিনত করে প্রবাসে সরকার বিরুধী কটোর আন্দোলন গড়ে তুলতে হবে।
মুকিব আরও বলেন, মরহুম এনামের মৃত্যুতে সৌদিআরব সহ বিএনপি পরিবার একজন অকুতোভয় জাতীয়তাবাদী নেতাকে হারালো। আগামী দিনের প্রবাসের আন্দোলন সংগ্রামে জিয়া পরিবার তাকে মিস করবে।এনাম বেচেঁ থাকবেন আমাদের আন্দোলন সংগ্রামে চির সঙ্গী হয়ে। সৌদিআরব যুবদল সভাপতি মোজ্জাম্মেল হোসেনের সভাপতিত্বে ওসোহাগমজুমদার ওসাখায়াত হোসেনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহিদুল ইসলাম নান্নু কেফায়েত উল্লা কিসমত ,মনিরুজ্জামান তফন সহ বিএনপি যুবদল সাইবার দল কর্মজীবিদল তরুন দলের নেতৃবৃন্দ বক্ত্যব রাখেন।