বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে গাড়ি পুড়া (পুলিশের বিশেষ ক্ষমতা আইনের) মামলায় শাহজাদা নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৪টার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত শাহজাদা উপজেলার মিরপুর ইউনিয়নের বানিযাগাও গ্রামের মোতাব্বিরের ছেলে।
জানা যায়, বাহুবল মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি বানিয়াগাও থেকে তাকে গ্রেফতার করে।
আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক হেলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্ল্যখ্য, সম্প্রতি উপজেলার মিরপুরে কোকাকোলা কোম্পানীর মালসহ একটি ট্রাক আগুনে পুড়িয়ে দেয় দুবৃত্তরা। পরের দিন দুপুরে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দাযের করেন বাহুবল মডেল থানায় এসআই আজিজুর রহমান নাইম।
Share on Facebook