মো: ফারুক মিয়া, চুনারুঘাট থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ মার্চ রবিবার চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শিশু-কিশোরদের র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় র্যালী শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল ও সভা পরিচালনা করেন উপজেলা ফাহমিদা ইয়াছমিন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মোর্শেদ, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এড. এম. আকবর হোসাইন জিতু, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম আজমিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শামছুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধ আব্দুল গাফফার।
উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো: হাসান আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ মাষ্টার, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মাসুক মিয়া মাষ্টার প্রমুখ।
উক্ত জাতীয় শিশু দিবসে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় শ্রমজীবি, পেশাজীবি সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ষাটের দশকে বঙ্গবন্ধু হয়ে উঠেন বাঙালির অদ্বিতীয় নেতা। ১৯৬৯ এর ঐতিহাসিক গষঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়।
১৯৭০ এর নির্বাচনে বাঙালি বঙ্গবন্ধুর ৬ দফার পক্ষে জানায় অকুন্ঠ সমর্থন। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে জয়ের মধ্য দিয়ে শেখ মুজিব বাঙালি জাতির অবিসংবাদিত নেতায় পরিণত হন। বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিটি অধ্যায়ে বঙ্গবন্ধুর নাম চিরভাস্বর।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj