এম এ মমিন: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু‘দিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম।
উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, নবীগঞ্জ পৌর মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জনাব আলী কলেজ প্রিন্সিপাল মোঃ সাফিউজ্জামান খান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফা ইকবাল আজাদ এর পরিচালনা ও সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউ.পি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী, ডিজিএম এ.কে আজাদ, সুফিয়া মতিন মহিলা কলেজ অধ্যক্ষ ছালামত আলী খান প্রমুখ।
হাওর বেষ্টিত বানিয়াচং উপজেলার গণমানুষকে তথ্য ও প্রযুক্তির সাথে সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধিকল্পে আয়োজিত ডিজিটাল মেলাতে ১৯টি স্টল খোলা হয়েছে।
স্টল গুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা যুব উন্নয়ন অফিস, প্রাথমিক শিক্ষা পরিবার, ব্র্যাক ব্যাংক, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, জনাব আলী ডিগ্রী কলেজ, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা, উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ সমিতি, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা তথ্য সেবা কেন্দ্র, বাংলাদেশ পুলিশ বানিয়াচং থানা।
পরে এমপি এডভোকেট আলহাজ আব্দুল মজিদ খান ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিটি স্টল পরিদর্শন করেন।
এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল কনটেন্ট” শীর্ষক সেমিনার ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল মেলার প্রথম দিনে সদরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণমানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।