এম এস জিলানী আখনজী:চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপির আমুরোড বাজার মসজিদের সাবেক মোয়াজ্জিন ও অনলাইন দৈনিক বজ্রকন্ঠ পত্রিকার রিপোটার মোহাম্মদ আজিজুল হক নাছিরের পিতা মো: শফিকুল হক ওরপে মোয়াজ্জিন মিয়াছাব স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…………..রাজিউন)। আজ ০৪/০৪/১৫ইং রোজ শনিবার দুপুর ১:১৫ মিনিটে চুনারুঘাট সদর হাসপাতালে মারা যান তিনি। কর্তব্যরত ডা: থাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। নিহতের পরিবার জানান, মরহুমের জানযার নামাজ আগামীকাল রবিবার সকাল ১১ঘটিকায় অত্র ইউপির আমুরোড শাহী ঈঁদগা ময়দানে অনুষ্টিত হইবে। উক্ত জানাযার নামাজে উপস্থিত থাকার জন্য সকল ধর্মপ্রান মুসলমান ভাইদেরকে দাওয়াত জানিয়েছেন নিহতের পরিবার-বর্গ। এদিকে সাবেক প্রবীন মোয়াজ্জিন শফিকুল হকের মৃত্যুতে চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নুরুল আমিন ও সাংবাদিক সাইফুল ইসলাম সহ অনেকেই গভীরভাবে শোক জানিয়েছেন।