হবিগঞ্জ ও সুনামগঞ্জ প্রতিনিধি : পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে সুনামগঞ্জ ও হবিগঞ্জে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, দিরাই, জামালগঞ্জ, তাহিরপুর বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজারসহ ১০টি রুটে বাস-মিনিবাসসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) ভোর ৬টা থেকে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্থান থেকে সুনামগঞ্জে আসা যাত্রীরা নির্ধারিত গন্তব্যে যেতে পারছেন না। শিক্ষার্থীরা পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন।
অন্যদিকে যানবাহন চলাচল না করায় কর্মজীবী মানুষরা তাদের কর্মস্থলে যেতে পারছেন না। শহরের ট্রাফিক পয়েন্ট থেকে ওয়েজখালী পর্যন্ত সীমিত আকারে কিছু ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করছে। সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছেন।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহার উদ্দিন বলেন, সাত দফা দাবি আদায়ের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছে শ্রমিকরা। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে।
সদর থানার এসআই প্রদীপ চক্রবর্তী বলেন, পরিবহন শ্রমিকরা সাত দফা দাবির আদায়ের জন্য কর্মবিরতি পালন করছে। বাস টার্মিনালের নিরাপত্তা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে। দূরপাল্লার কোনও বাস টার্মিনাল ছেড়ে যায়নি। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাসচাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মৌলভীবাজার থানায় দায়ের করা মামলার আইনের ধারা পরিবর্তনসহ সাত দফা দাবিতে সুনামগঞ্জে কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিক সংগঠনগুলো।
এদিকে হবিগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা।
শ্রমিকরা জানিয়েছেন, প্রশাসনের হয়রানি বন্ধসহ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিবহন কর্মবিরতি চলবে।
সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যানবাহন চলাচল না করায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীই বিকল্প পথে যাতায়াতের চেষ্টা করছে।
সিলেটগামী আব্দুল হাই নামে এক যাত্রী বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাসস্ট্যান্ডে এসে জানতে পারি ধর্মঘট চলছে। যে কারণে আমাদের ভোগান্তি একটু বেশি।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী জানান, সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জের সব সড়কে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে।
তিনি আরও বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনের ধর্মঘট চলবে। আমাদের দাবি আদায় না হলে পরবর্তীতের আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj