চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের খলিল মিয়ার পুত্র মিজানুর রহমান (২২) কে পূর্ব শত্র“তার জের ধরে আমুরোড বাজারের পাওনা টাকা চাইলে সন্ত্রাসীরা মদরিছ মিয়া (৩০) উত্তেজিত হয়ে দিন মজুর মিজানুর রহমানের ঠোটে কামড় দিয়ে কেটে দিয়েছে। জানা যায়, রাত ৯টায় আমুরোড বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটে। এ সময় তার শোর -চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। আহত মিজানুর রহমান জানায় আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের নূর মিয়ার পুত্র মজলিস মিয়া (২৫) তার কাছে দিন মজুরের পাওনা টাকা চাইতে গেলে তার ঠোট কেটে দেয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, মজলিস মিয়া মদ, গাঁজা খেয়ে এ ঘটনাটি ঘটিয়েছে। এ ব্যাপারে বাজার সভাপতি আব্দুর রহমান আজাদ, সেক্রেটারী মিজানুর রহমান আহত মিজানুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।