বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সীমান্তিক নতুন দিনের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আয়োজিত র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক। পরে কমপ্লেক্স মিলিনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুলেমান খান। মেডিকেল অফিসার আলী রেজা মোঃ সাঈদ-এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম নূর। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. বাবুল কুমার দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, মেডিকেল অফিসার ডা. লিপি বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. আয়েশা সিদ্দিকা, ডা. সাহানারা আখি, সীমান্তিকের প্রোগ্রাম অফিসার ফারুক আহমেদ ও পান্না বেগম প্রমুখ।