এস এইচ টিটু : সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়।
বুধবার দুপুরে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং শিক্ষক কাউসার আহমেদ এর পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলার নির্বাহী অফিসার জনাব সুমি আক্তার ও বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃমুক্তা আক্তার।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী আক্তার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃঅলি হোসেন লেচু,মোছাঃনাজমা বেগম,সাংবাদিক এস এইচ টিটুসহ অত্র বিদ্যালয়ে সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী।
এ উপলক্ষ্যে সকাল থেকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে খুশির আমেজ ছিল।