হবিগঞ্জ প্রতিনিধি : জেলার নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জামিল হোসেনকে নির্যাতন করে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের আদালতে বৃহস্পতিবার মামলা করেন আহত জামিল হোসেন। বিচারক মামলাটি এফআইআর করার নির্দেশ প্রদান করেন।
মামলার আসামিরা হলেন— নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, তার ভাই যুবলীগের বহিষ্কৃত নেতা জাবেদুল আলম চৌধুরী সাজু, তাদের অপর ভাই অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রেজা আহমেদ চৌধুরী, আলমগীর মিয়া, আমিনুর রহমান চৌধুরী, সাইদুর রহমান, রুয়েল মিয়া, আমির মিয়া, আউয়াল মিয়া ও নিপন মিয়া।
এজাহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বিকেলে নবীগঞ্জের তিমিরপুর এলাকার আহমেদ মিয়ার ছেলে যুবলীগ নেতা জামিল হোসেন তার প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে আসামিরা তার বহনকারী রিকসার গতিরোধ করে ও অস্ত্রের মুখে ভেতরে নিয়ে যায়। পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ জামিল ও তার প্রতিবন্ধী শিশু ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।