নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে নিজ নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে ‘লকডাউন’নিজ গ্রামে প্রবেশের সময় পথ আগলে দাঁড়ালো বাঁশ দিয়ে তৈরী করা প্রতিবন্ধক, কোথাও কোথাও কাটাতার, দিয়ে গাছ ফেলে আটকানো হয়েছে রাস্তাগুলো। এমন বাঁশের বেরিকেডে আটকা পড়েছে শতাধিক বাড়ি।
প্রশাসন হবিগঞ্জ জেলাকে লকডাউনের আওতায় আনলেও লাদিয়া, লালচান, অলিপুর,বাগুনীপাড়া ও দাউদনগর গ্রামটি লোকজন নিজ উদ্যোগে লকডাউন করেছে। বিশ্ব কাঁপানো করোনাভাইরাস আতঙ্কে নিজেদের উদ্যোগে গ্রামে যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে।এসব রাস্তা দিয়ে রিস্কা, টমটম ঠেলাগাড়ি ও চলাচল করতে পারছে না।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশের মতো শায়েস্তাগঞ্জ উপজেলার হাট-বাজার, মার্কেট ও দোকান বন্ধ রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা সৃষ্টি করতে নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন।
এতে সেনা সদস্যরাও সহযোগিতা করছে।নিজেদের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের সব প্রবেশ পথে বাঁশের বেরিকেড দেয়া হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনেকে নিজ উদ্যোগে বাড়ি বা এলাকায় মানুষের আসা-যাওয়া নিয়ন্ত্রণের কথা ভাবছেন।
লাদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা বলেন ফাহমিদ সুমন জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছেন। সবখানে মানুষের অবাধে ঘোরাফেরা চলছে। যে কারো মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে। সেজন্য তার বাড়িতে প্রতিবন্ধক দিয়েছেন।’অলিপুর গ্রামের সুজন মিয়া বলেন, ‘‘যেভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে, এতে তিনি আতঙ্কিত। যে কারণে আমরা গ্রামবাসি একাত্মতা জানিয়ে আমাদের বাড়িতে বেরিকেড দিয়েছি।’’
নিজ উদ্যোগে বেরিকেড স্থাপন করা যুবকরা বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে গ্রামের সবকয়টি প্রবেশ পথে বাঁশের বেরিকেড দিয়ে লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি। মানুষ একে অন্যের বাড়িতে না যাওয়ার জন্য বলছি। মানুষ যাতে ঘরে থাকে, সেই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিভিন্ন স্থানে মাইকিং করে সচেতন করা হচ্ছে বলে জানা যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj