চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পাচারকালে ২৮ বস্তা সরকারী চালসহ দুইটি ব্যাটারীচালিত অটোরিক্সা জব্দ করেছে পুলিশ। এ সময় ২ চালককে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাল্লারোড এলাকা থেকে চালগুলো জব্দ করে চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নামজুল হক জানান- চুনারুঘাট উপজেলার রতনপুর গ্রাম থেকে সরকারি চাল পৌরশহরের বাল্লা রোডের একটি দোকানে পাচার হওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৮ বস্তা সরকারি চালসহ দুইটি ব্যাটারীচালিত অটোরিক্সা জব্দ করা হয় এবং এ ঘটনায় দুই চালকেও আটক করে পুলিশ।
তবে চালগুলো কোন কর্ম সুচির তা এখনও জানা যায়নি।
এ ব্যাপারে আটককৃতরা জানায়-মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের মহালদার বাড়ির হাজি সিরাজ মিয়ার ছেলে সজল মিয়ার অটোরিক্সা দুটি ভাড়া করে চালগুলো চুনারুঘাট বাজারের বাল্লা রোডে নিয়ে যাওয়ার কথা বলে। এ ব্যাপারে তারা কিছু জানে না।
অভিযুক্ত সজল মিয়া জানান- তিনি চালগুলো বিভিন্ন লোকের কাছ থেকে কিনেছেন। সেগুলো বিক্রির জন্য চুনারুঘাট বাজারের বাল্লা রোডের মকসুদ আলীর দোকানে নিয়ে যাচ্ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj