নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধী জামায়াতা নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতালের এই ঘোষণা দিয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে শনিবার রাত ১০টা ৩০ মিনিটে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত কামারুজ্জামানকে ফাঁসির দড়িতে ঝুঁলিয়ে ফাঁসি কর্যকর করা হয়।পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয় ।