হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৮এপ্রিল) দুপরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সরকারের নির্দেশনা অমান্য করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় দায়ে হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকার বিধান স্টোরকে ৫শ টাকা,সিনেমা হল রোডের মারজান স্টোরকে ২হাজার ৫শ টাকা,ফারহিন এন্টারপ্রাইজকে ১হাজার ৫শ টাকা ও কামাল স্টোরকে ১হাজার ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
এসময় সদর থানার একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানিয়েছেন-জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইক সাবধানে থাকার জন্য ও অনুরোধ করেন তিনি।