চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারপিটের প্রতিবাদকে কেন্দ্র করে রাজমিস্ত্রী সজিব মিয়া (১৮) কে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক যুবক।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসামপাড়া এলাকায় হবিগঞ্জ-বাল্লা পরিত্যক্ত রেল লাইনে এ ঘটনা ঘটে।
সজিব চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকার উস্তার মিয়ার ছেলে।
পুলিশ হত্যাকান্ডে জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ওই রেল লাইনের পাশে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারপিট করেন আসামপাড়ার মৃত নূর হোসেনের ছেলে ফয়সল মিয়া। এর প্রতিবাদ করলে সজিবের সাথে তার হাতাহাতি হয় এবং উভয়পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়।
এদিকে, রবিবার রাতে নির্মাণ কাজ শেষে বাড়ি ফিরে রেল লাইনে বসে মোবাইলে গেমস খেলছিলেন সজিব।
এ সময় পেছন দিক থেকে তার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ফয়সল।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা গুরুতর আহত সজিবকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সজিব মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে উত্তেজনা দেখা দিয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন পাগলকে মারপিটের প্রতিবাদ করার ঝগড়ার জের ধরেই ফয়সল সজিবকে হত্যা করেছে।
তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj