চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের জন্য কভিড-১৯ এর সংক্রমণ থেকে সুরক্ষা পেতে পিপিই প্রদান করেছেন ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীব।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাই এর বড় ছেলে। ওনার আরেক ভাই ব্যারিস্টার ইমরানুল হাই সজিব সুপ্রিমকোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। তার গ্রামের বাড়ী উপজেলার আইতন গ্রামে।
এছাড়াও তিনি নিজেও এক সময় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। নয়া পদক্ষেপ নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমানে সেটা বন্ধ আছে। এদিকে গত সোমবার আরিফুল হাই রাজীব জেলার মাধবপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের জন্যও ২২টি পিপিই দিয়েছেন।
আজ চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের এসব পিপিই প্রদান করেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম। এ সময় উপস্তিত ছিলেন এনটিভি প্রতিনিধি ইসমাঈল হোসেন বাচ্ছু,কাজী সুজন, শেখ হারুনুর রশিদ, মীর জুবায়ের,রায়হান আহমেদ,নুর উদ্দিন সুমন প্রমুখ।
এ ব্যাপারে চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন বলেন এই দুর্দিনে সাংবাদিকদের জন্য পিপিই খুবই প্রয়োজন ছিল,যা আরিফুল হাই রাজীব চুনারুঘাটের মাঠ পর্যায়ে সাংবাদিকদের প্রদান করে বড় মনের পরিচয় দিয়েছেন। তিনি চুনারুঘাট সাংবাদিকদের পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া সাপ্তাহিক প্রথম সেবার পক্ষ থেকে মাক্স ও গ্লাবস দেয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj