চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপির ৮ নং ওয়ার্ডের ডুলনা গ্রামের কৃষক মোঃ দিদার মিয়া নিজ উদ্যোগে ২ একর জমিতে ভুট্টা চাষে ভাম্পার ফলনে শতভাগ লাভবান ।
সোমবার (১১ মে) সরজমিনে তার ভুট্টা ক্ষেত দেখতে গেলে দেখা যায় খুব সুন্দর ফল ধরেছে প্রতিটি গাছের ডাঁটায় ডাঁটায়। দিদার মিয়ার সাথে কথা হলে তিনি জানান, নিজের উদ্যোগে ২ একর জমিতে ভুট্টা চাষ করেছি । তিনি আরো বলেন, প্রথমবার পরীক্ষামূলক ভাবে আমি ভুট্টা চাষ করি। ফলনও খুব ভাল হয়েছে। আমার ইচ্ছা আগামীতে মোট ১০ বিঘা জমিতে ভুট্টার চাষ করবো। তাছাড়া ইউনিয়ন ভিত্তিক কৃষি অফিসারের সাথে ও কথা হয়েছে। তিনি বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি উন্নয়ন প্রকল্পের তরফ হতে সকল প্রকার সাহায্য যহযোগিতা প্রদান করবেন। আমি আশা করছি আমার সাথে সাথে আমার এলাকার অন্য কৃষকগণও এতে উৎসাহী হবেন।
গাজীপুর ইউপিতে নিযুক্ত কৃষি অফিসার কুহিনূর আক্তারের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন-আমি খবর পেয়ে ডুলনা গ্রামের কৃষক দিদার মিয়া’র সাথে দেখা করতে যাই। গিয়ে দেখি উনি সবেমাত্র ভুট্টা চাষের জমি তৈরী করেছেন। তারপর আমাদের তরফ হতে তাকে হাইব্রীড প্রজাতির ভুট্টা ”কুহিনূর ” বীজ প্রদান করি। তারপর প্রয়োজনীয় চাষ পদ্ধতি, পোঁকামাকড়ের আক্রমনে কীটনাশক ছিটানো ইত্যাদি সম্পর্কে তাকে অবহিত করি। তাছাড়া কৃষক দিদার মিয়াকে আরো অবহিত করি যে ৫ বিঘা জমি নিয়ে আমাদের একটি ক্লাস্টার। যদি ৫ বিঘা বা একটি ক্লাস্টার ভুট্টা চাষ করেন তাহলে তাকে কৃষি উন্নয়ন কর্পোরেশনের পক্ষ হতে বীজ,সার,জমি চাষাবাদের জন্য নগদ টাকাও প্রদান করা হবে।
কৃষক দিদার মিয়া বলেন ”কৃষক বাঁচলে বাঁচবে দেশ,গড়বে মোদের সোনার বাংলাদেশ। তাই আসুন আমরা যারা কৃষি কাজ করি সবাই মৌসুমি ফসল উৎপন্ন করে নিজে স্বাবলম্বী হই এবং দেশের খাদ্য ঘাটতি পূরণ করতঃ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে গর্বিত হই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj