শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: ‘যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ’ এই শ্লোগানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর আয়োজনে দিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান চলছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে শহরের দাউদনগর বাজারস্থ সংগঠনের কাযালয় থেকে বর্ষবরণের র্যালী বের হয়। পরে র্যালীটি পৌর শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শহীদ মিনার মঞ্চে দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত অনুষ্ঠানের উদ্বোধণ ঘোষণা করেন।
মিজানুর রহমান সুমন এর সঞ্চালনায় শুরু হয় সংগঠনের শিশু শিল্পীদের পরিবেশনায় বৈশাখের গান।
বৈশাখের প্রচন্ড গরম উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে বিপুল দশক সমাগম ঘটেছে।
দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক হারুন সাঁই জানান, অনষ্ঠান চলছে। চলবে গভীর রাত পযন্ত। অনুষ্ঠামালায় থাকছে, সঙ্গীতানুষ্ঠান, বাউল গান, কিসসা পাল ‘মধুমালা মদন কুমার”।