সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ পহেলা বৈশাখের সূর্যোদয়ে মঙ্গলশোভা যাত্রা, পান্তা ইলিশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ মঙ্গলবার দিনব্যাপী শায়েস্তাগঞ্জ ক্রীসকপ আয়োজনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে বাংলা নব বর্ষ ১৪২২ উৎসব উদযাপন ও কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা জি পি এ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট সহ স্মারক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো জাক-জমক ভাবে ক্রীসকপ আয়োজনে উদ্বোধন অনুষ্ঠান ঘোষনা করেন সভাপতি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার (চঃদাঃ) মোঃ ছোলায়মান মিয়া ও ইসি জি এম কামাল আহমেদ, ইসি হানিফ আহমেদ পরিবেশনায় হপবিস এর অসংখ্য কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার সকল সদস্য উপস্থিতিতে বর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সিলেট এর সিষ্টেম অপারেশন নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি মধ্যে বক্তব্য রাখেন হপবিস সদর দপ্তরের এজিএম (প্রশাসন) মোঃ আব্দুল হক, এজিএম (সদস্য সেবা) প্রকৌশলী মোক্তার হোসেন, এজিএম (অর্থ) মোহাম্মদ ফয়জুল্লাহ, এজিএম (ও এন্ড এম) প্রকৌশলী নিতীশ সাহা, এজিএম (ই এন্ড সি) প্রকৌশলী মোঃ পারভেজ ভূইয়অ, ডিজিএম (কারিগরী) প্রকৌঃ গণেশ চন্দ্র দাশ প্রমুখ।
উক্ত অনুষ্ঠান শেষে হপবিস এর কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানরা ২০১৪ ও ২০১৫ সালে পি এস সি, জি এস সি, এস এস সি ও এইচ এস সি তে জি পি এ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনায় ক্রেষ্ট সহ স্মারক প্রদান করা হয়। এর মধ্যে হপবিস জেনারেল ম্যানেজারের ছোট কন্যা আয়শা বিনতে ছোলায়মান জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সন্তান হাতে ক্রেষ্ট তুলে দিয়েছেন প্রধান অতিথি বাপবি বোর্ডোর সিলেট সিষ্টেম অপারেশন নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম।