সৈয়দ হাবিবুর রহমান ডিউক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের অলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন।
জানা যায়, আজ শনিবার সকাল ৯ টায় মহাসড়কের অলিপুরে তাফরিদ কটন মিলের সামনে পিকাপ ভ্যান ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে গুরুতর আহত হয়েছেন উপজেলার ওজান শৈলজুড়া গ্রামের মোঃকিতাব আলীর ছেলে আনু মিয়া (২২)ও তার খালাতো বোন নাজু আক্তার ৩০।
আনু মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন গাড়ি আটকানো হয়েছে, তবে গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।