সৈয়দ হাবিবুর রহমান ডিউক : ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পর্যন্ত রাস্তা ভেঙ্গে বেহাল দশা সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রীদের যানবাহনে চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অপরিকল্পিত দুর্ঘটনার শঙ্কায় জীবনের ঝুকি নিয়েই চলছে প্রতিদিন হাজার হাজার গণপরিবহন।
সড়কের অলিপুর থেকে শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকার প্রায় ১০ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিভিন্ন স্থান ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীদের অনেক ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করতে হয়। এতে করে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। খানাখন্দকে পরিপূর্ণ রাস্তাটি দিয়ে চলতে গিয়ে শারীরিক সমস্যায় ভুগছেন এই রাস্তায় প্রতিনিয়ত চলাচলকারী যাত্রীসহ পেশাজীবী ও ব্যবসায়ীরা।
এ রোড দিয়ে প্রতিদিন যাতায়াতকারী ট্রাক চালক জলিল মিয়া জানান, সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অলিপুর রেলগেইটের অবস্থা খুব করুন। সড়ক দুর্ঘটনায় মহাসড়কেররেলগেইটের পাশে ডিভাইডারটি ও ভেঙ্গে গেছে। বর্তমানে গর্তগুলো বড় হয়ে যাওয়ার কারণে একটু বৃষ্টি হলেই পানি লেগে যায়। তাছাড়া এসব গর্তের উপর দিয়ে প্রতিদিন গাড়ী চলার কারণে গাড়ীর মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ বিকল বা নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি যাত্রাপথে বেশি সময় লাগছে।
অন্যদিকে গাড়ি চালক আব্দুল শহীদ জানান, শায়েস্তাগঞ্জ গোল চত্বরে আসলেই রাতবেরাতে ভিতরে অজানা আতংক বিরাজ করে, কখন খানাকন্দে পড়ে গাড়ির চাকা পানসার হয়ে যায়। সড়কগুলো জরুরীভাবে মেরামত করা দরকার।
সংস্কারের ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের শায়েস্তাগঞ্জ উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত উপ বিভাগীয় প্রকৌশলী জ্যোতিষ গোস্বামী তিনি বলেন, আমাদের এ বিষয়ে নজর আছে আগামী সপ্তাহের মধ্যেই আশা করি কাজ শুরু হয়ে যাবে, খানাকন্দের জায়গাতে ইট লাগানো হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj