নিজস্ব প্রতিবেদক : নমুনা সংগ্রহ করা হয়েছিলো ৯ জুন। এরপর ওইরাতে পাঠানো হয় ঢাকায়। নমুনা সংগ্রহের ১৯ দিন পর আজ রোববার (২৮ জুন) এই নমুনাগুলোর রিপোর্ট এসেছে। তাতে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। যদিও শনাক্ত হওয়া এই ১৭ জনই ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠেছেন।
এই ঘটনাটি হবিগঞ্জের। রোববার আসা রিপোর্টে ১৭ জনের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা একেএম মোস্তাফিজুর রহমান।
রিপোর্ট আসতে দেরী হওয়া প্রসঙ্গে তিনি জানান, আজকে অনেক অনুরোধ করে এই রিপোর্টগুলো আনাতে হয়েছে। একদিন পর পর আমরা ঢাকায় নমুনা পাঠাই। কিন্তু রিপোর্ট আসতে অনেক দেরী হয়ে যায়। আমাদের প্রায় ১৫শ' নমুনা ঢাকার ল্যাবগুলোতে জমা ছিলো। এর থেকে আজকে কিছু রিপোর্ট এসেছে। বেশিরভাগই এখনও আটকে আছে।
তিনি বলেন, সারাদেশেই এই সমস্যা হচ্ছে। নমুনা সংগ্রহ বেড়ে যাওয়ায় দ্রুত পরীক্ষা করার সক্ষমতা এখনো আমাদের দেশে অর্জিত হয়নি। তাই দেরী হচ্ছে।
তবে রিপোর্ট আসায় দেরী হওয়ায় সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করেন তিনি।
হবিগঞ্জে নতুন শনাক্ত হওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার ৫ জন, মাধবপুরের ৭ জন, নবীগঞ্জের ৩ জন, চুনারুঘাটের ১ জন ও আজমিরীগঞ্জের ১ জন।
এনিয়ে হবিগঞ্জে মোট করোনা শনাক্ত হয়েছে ৫৫৫ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ৪১৭০ জন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj