নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে গতকাল দুপুরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সিএনজি চালক জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের খালু মিয়ার পুত্র বাবুল মিয়া (২৯)। তিনি ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে গ্যাসের জন্য আউশকান্দি সিএনজি পাম্পে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।