সৈয়দ মশিউর রহমান, হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতেও স্বাস্থ্যনীতি মেনে দেশে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। করোনা সংকট মোকাবেলার পাশাপাশি হবিগঞ্জ পৌরসভায়ও ব্যাপক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে।
হবিগঞ্জ পৌর এলাকার ৮ টি স্থানে উন্নয়ন কাজের ফলক উম্মোচন কালে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এ কথা বলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে হবিগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হওয়ার পরপরই পৌরসভার উন্নয়নে ব্যাপক কর্মতৎপরতা শুরু হয়েছে।
নির্বাচিত হওয়ার পরপরই আমি মেয়র মিজানুর রহমানকে শহরের জলাবদ্ধতা নিরসনে ব্যাপকভাবে উদ্যেগ নিতে পরামর্শ দেই। সাথে সাথে শহরকে জলাবদ্ধতামুক্ত করতে আমি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেই।
সে অনুযায়ী ব্যাপক উচ্ছেদ অভিযান, ড্রেন ও খাল খনন কার্যক্রমের মাধ্যমে হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা অনেকাংশে নিরসন করা হয়েছে।
এর ফলে ব্যাপক বৃষ্টিপাতের পরও এবার অন্যান্য বছরের মতো শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এজন্য তিনি হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যতেও দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফলক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর আবুল হাসিম, জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, আলমগীর, শেখ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিরাজুল হক, উজিআইআইপি’র সহকারী প্রকৌশলী নিরূপম দেবসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বুধবার (১৫জুলাই) দিনব্যাপী উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট আবু জাহির। এক দিনে তিনি পৌর এলাকায় ২ কোটি ৪৪ লক্ষ টাকার উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /১৫ জুলাই ২০২০/এস এইচ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj