বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল তথা হবিগঞ্জ জেলা এক সময় দাঙ্গা হাঙ্গামার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সে অপবাদ নেই। এখানে শিল্প কারখানা গড়ে উঠেছে, পর্যটন এরিয়া হিসেবেও বাহুবল সুনাম অর্জন করেছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ অডিটরিয়ানে আয়োজিত দাঙ্গা, হাঙ্গামা, পারিবারিক নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, জুয়া, মাদক ও প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ উপরোক্ত কথাগুলো বলেন।
বাহুবল কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবীর, বাহুবল মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান চৌধুরী টেনু, জেলা পরিষদ সদস্য মোঃ আলাউর রহমান চৌধুরী সাহেদ, জাহিদুল হক জিতু, ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মোতাব্বির হোসেন, পাঁচ গ্রাম নেতা মোঃ ফয়সল আহমেদ, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ, মোঃ নুরুল আমিন শাহজাহান, মোঃ আব্দাল মিয়া, সাংবাদিক দিদার এলাহী সাজু, মোঃ শামীম মেম্বার, মোঃ ফরিদ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাহুবলের আইন শৃংখলা অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল রয়েছে। মদ, জুয়া, মাদক, দাঙ্গা নেই বললেই চলে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ও বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর সহযোগিতায় বাহুবলের আইনশৃংখলা ভাল রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj