নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের পোদ্দার বাড়িতে রোববার (১৯ জুলাই)
গভীর রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে টমটমের ব্যাটারী অবৈধভাবে চার্জ করে অবৈধ বাণিজ্যের অপরাধে ২টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ২টি গ্যারেজের মালিককে যথাক্রমে ৮ লক্ষ ৮হাজার ৯শত ৩৭ টাকা ও ১লক্ষ ৯২হাজার ৫৩২টাকা সহ মোট ১০লক্ষ ১হাজার ১শত ৬৯ টাকার ক্ষতিপূরণ মামলা পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে দায়ের করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জ, অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান। এসময় অভিযানে অংশ গ্রহণ করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন।
উল্লেখ্যঃ হবিগঞ্জের পোদ্দার বাড়ি পয়েন্ট ও তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ২টি গ্যারেজের অসাধু মালিকগণ দীর্ঘদিন যাবৎ লুকোচুরি করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে টমটমের ব্যাটারী অবৈধভাবে চার্জসহ বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জ এই অভিযান পরিচালনা করে উল্লেখিত দুটি গ্যারেজের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষতিপূরণ দাবী করে উক্ত মামলা দায়ের করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj