নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বন্যা কবলিত রাস্তায় জনগনও পরিবহনকে সতর্ক এবং জনসচেতনার জন্য লাল নিশান টানিয়েছে বানিয়াচং ছাত্রলীগ।
হবিগঞ্জ জেলা থেকে বানিয়াচং ও আজমেরীগঞ্জের কালার ডোবা অংশের রাস্তা বন্যার পানিতে প্লাবিত হওয়ায় হবিগঞ্জের সাথে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন একমাত্র বিকল্প রাস্তা হিসাবে নবিগঞ্জ বানিয়াচং ভায়া কাগাপাশা রাস্তাটি যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠে।
এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হলে বানিয়াচং নবিগঞ্জের ভায়া কাগাপাশা বাজারের নদীর পাড়ের রাস্তার অংশটি বন্যার পানিতে তলিয়ে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সেই ঝুঁকিপূর্ণ রাস্তায় জনগনও পরিবহনকে সতর্ক করতে এবং পরিবহনকে দুর্ঘটনার কবল থেকে রক্ষার্থে বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে ডুবন্ত রাস্তার নদীর পাড়ের অংশে লাল নিশান টাঙ্গিয়ে মার্ক করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুলাহ মিয়া তালুকদার ও ইউ/পি ছাত্রলীগ সদস্য মোঃ ইমন সহ আরো অনেকে এসময় ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন জনগনও পরিবহনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য সতর্ক সংকেত হিসাবে ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সামান্য প্রয়াস মাত্র এবং ভবিষ্যৎ এ ছাত্রলীগের পক্ষ থেকে এরকম সেবামূলক কাজ অব্যাহত থাকবে।
ডিউক/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj