হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাওরাকান্দি গ্রামে ধানের খলার দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কৃষক সৈয়দ মিয়া(২৮) ওই গ্রামের নুর মিয়ার ছেলে।
আহতদের মধ্যে মোতালেব (৪৩), মঈন উদ্দিন (৩৫), রেনু মিয়া (৪৫), মানিক মিয়া (২২), আব্দুল হামিদ (৪২), আতাউর রহমান (৩০), উজ্জ্বল মিয়া (২৫), সাজিদুর রহমান (১৫), পুতুল মিয়া (৩০) ও শাহিন মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানের খলা দখল করাকে কেন্দ্র করে কাওরাকান্দি গ্রামের তাইজুল ইসলামের সঙ্গে একই গ্রামের আসকির মিয়ার বিরোধ ছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন টেঁটা, ফিকলসহ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সৈয়দ মিয়া মারা যান।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj