সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের নসরতপুরে অবস্থিত নসরতপুর দারুছুন্নাৎ মাদ্রাসা ও এতিমখানাটি।বিগত ২০১১ সালে প্রায় ৮শতক জায়গার উপরে নির্মাণ করা হয়েছিল প্রতিষ্ঠানটি।বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ৪০ জন এতিম ও প্রায় ১০০ জন মিসকিন ছাত্র রয়েছেন।
এই মাদ্রাসাতে শিশু শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত ক্লাস নেয়া হয়।এতিমখানা ও মাদ্রাসায় মোট ১২ জন শিক্ষক রয়েছেন ও ছাত্রদের রান্নাবান্না করার জন্য একজন বাবুর্চি রয়েছেন । পুরো প্রতিষ্ঠানটিই চলে মানুষের সাহায্যের উপর।
কিন্তু এই করোনাকালে ভাল নেই শায়েস্তাগঞ্জের নসরতপুর দারুছুন্নাৎ মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা। সরজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার এতিম ছাত্ররা কোনরকম খেয়ে দিনাতিপাত করতেছেন।প্রতি বছর তিন সিজনে এই মাদ্রাসাটি পরিচালনা করার জন্য সাহায্য তোলা হয়। দেশে বিদেশ থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন।
কিন্তু মহামারীর কারণে এবার মানুষের হাতে তেমন টাকা নেই, তাই যারা সবসময় সহায়তা করে থাকেন তারা এবার সাহায্য করতে পারছেন না। এছাড়াও প্রতিবছর এই এতিমখানায় কোরবানির চামড়া ও যাকাত আসে বিভিন্ন অঞ্চল থেকে। এবার ও বেশকিছু গরুর চামড়া এসেছে, কিন্তু চামড়ার দাম কমতি থাকায় হাতেগোনা কয়েকটা টাকা ছাড়া তেমন কিছুই মিলেনি।
নসরতপুর দারুছুন্নাৎ মাদ্রাসা ও এতিমখানাটির ছাত্র আরাফাত জানান, এবারের ঈদে তিনি নতুন পাঞ্জাবী পড়েছেন, কিন্তু তিনি আক্ষেপ করে বলেন,তার সহপাঠীদের সবাই নতুন জামা পাননি।
এ বিষয়ে কথা বলেছিলাম অত্র মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মো: মোশাহীদের সাথে, তিনি জানান বর্তমানে প্রতিষ্ঠানটি চালাতে হিমশিম খাচ্ছেন, বিভিন্ন দোকানে বকেয়া বিল রয়েছে। সবকিছু মিলিয়ে চলতি বছরে প্রায় ২ থেকে ২.৫ লাখ টাকা ঋণ রয়েছে, কিভাবে শোধ করবেন টেনশনে আছেন।
নসরতপুর দারুছুন্নাৎ মাদ্রাসা ও এতিমখানার সহকারী শিক্ষক বশির আহমেদ জানান কমবেশ অনেকেই সহায়তা করে থাকেন, কিন্তু সাম্প্রতিক করোনা মহামারীর কারণে আর্থিক সংকটে রয়েছে প্রতিষ্ঠানটি। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের এই প্রতিষ্ঠানটির দিকে সুদৃষ্টি কামনা করছেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল বলেন, করোনায় সকল প্রতিষ্ঠানই সমস্যায় রয়েছে। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে হবিগঞ্জ- লাখাই আসনের সাংসদ এড: মো: আবু জাহিরের কাছে একটি দরখাস্ত দিলে আমি সহায়তার জন্য সুপারিশ করে দিব।
ডিউক/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ টিটু