আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটের আসামপাড়া বাজারে কোমরে সুকৌশলে বেধে পাচারের সময় ১ কেজি গাঁজাসহ তায়েব আলী (৫৫) নামে এক বৃদ্ধ কে আটক করেছে স্থানীয় জনতা। প্রাথমিকভাবে তার বাড়ি বানিয়াচং উপজেলায় বলে জানাগেছে।
স্থানীয় জনতা চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক কে খবর দিলে তিনি এসআই রাজন সহ একদল পুলিশ সেখানে প্রেরণ করেন।এ রির্পোট লেখার আগ পর্যন্ত পুলিশ ওই বৃদ্ধ কে নিয়ে বিভিন্না স্থানে অভিযান করছিল।সে কোথায় এবং কার কাছ থেকে গাঁজা ক্রয় করে আনলো সেই মুল হোতা বের করার চেষ্টা চলছে।
ইদানিং মাদকের উপর ব্যাপক অভিযান চলছে।তারপরও মাদক ব্যবসায়ীরা অপ্রতিরোধ্য। গতকাল রাতে মাত বিজিবির অভিযানে ২ মন গাঁজাসহ ২ জন আটক হয়েছে।
রাজু/দৈনিক শায়েস্তাগঞ্জ /টিটু