চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পাকুড়িয়া বটতলা বর্ণমালা মডেল স্কুলে মাদক নির্মূল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৭ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দ মোতাব্বির হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ(তদন্ত)চম্পক দাম,মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন,সাংবাদিক আব্দুল আউয়াল ছিতু, উপজেলা সেচ্চাসেবক লীগ সভাপতি মানিক সরকার,আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সেক্রেটারী মাসুক মিয়া মাস্টার,তাজুল ইসলাম মেম্বার,এসআই হেলাল উদ্দিন,ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার,আঃ রব মহালদার,লিটন মাস্টার,লিলু মিয়া সরকার, মোঃ জাহাঙ্গীর,জাকির জমাদার,মাওলানা সিরাজ উদ্দিন,আব্দুল প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে মাদকসেবী ও মাদক কারবারীদের হুশিয়ারী করে বলেন,মাদক যারা মাদক সেবন ও ব্যবসা করে তারা যেন তাড়াতাড়ি এসব ছেড়ে দেয়।অন্যতায় তাদের বিরুদ্ধে সামাজিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত ওসি চম্পকদাম তাঁর বক্তব্যে বলেন,গ্রাম ভিত্তিক মাদক ব্যবসায়ীদের চিহৃিত করতে হবে।প্রায় ১০০ জন মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে।
মানি লন্ডারিং আইনে মাদক ব্যবসায়ীদের আয়-ব্যয়ের হিসাব নেয়ার চিন্তাধারা চলছে।লিস্টেট ৫০ ভাগ মাদক ব্যবসায়ীরা কোন মামলা ছাড়াই এলাকা ছেড়েছে।তিনি যারা ভোটের রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলেন,ভোটের রাজনীতির কারণে মাদক ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে।ভোটের রাজনীতি বন্ধ করতে হবে।
মাদকের সব জায়গায় আঘাত করতে হবে।বিশেষ করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই মাদক নির্মূল সম্ভব হবে।পুলিশ সবই পারে বলে মাদকসেবী ও কারবারীদের উদ্দেশ্যে কঠিন হুশিয়ারী প্রদান করেন তদন্ত ওসি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এসএম মোশাহিদ সরকার,ছাত্রদল নেতা শিহাব তানভীর,মোঃ রাসেল মিয়া,যুবলীগ নেতা মাসুক মিয়াসহ এলাকাবাসীর একাংশ।
উল্লেখ্য,চুনারুঘাট উপজেলায় যখন মাদকের ছড়াছড়ি ঠিক তখনই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সময়োপযোগী সিদ্ধান্ত নেন থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ নাজমুল হক।
তিনি বলেন উপজেলায় হয় মাদক থাকবে না হয় তিনি থাকবেন।এরপর থেকে উপজেলার অনেক মাদকসম্রাট আটকসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য জব্দ করা হয়।যে কার্যক্রম বর্তমানেও চলমান রয়েছে।মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয়দের নিয়ে পুলিশ প্রশাসন মাদকবিরোধী বিভিন্ন সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় উল্লেখিত সভার আয়োজন।সভায় স্থানীয় কয়েকজন মাদককারবারী ও মাদকসেবীদের নাম উল্লেখ করা হয়েছে।
এ ব্যপারে তদন্ত ওসি চম্পক দাম জানান,খুব তাড়াতাড়ি এদেরকে আইনের আওতায় আনা হবে।পরিশেষে এলাকাবাসী একটি মাদক নির্মূল কমিটি করার সিদ্ধান্ত নেন।