আব্দুর রাজ্জাক রাজুঃ হবিগঞ্জের চুনারুঘাটের রাজার বাজারে ২কেজি গাঁজাসহ জমির আলী (৪৫) কে আটক করেছে স্থানীয় জনতা।
সে বানিয়াচং উপজেলার পুরান পাতাইরা গ্রামের কাছম আলীর পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক জমির আলী আহম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান সনজু চৌধুরীর জিম্মায় ছিল।
প্রাথমিক ভাবে সে জানায়,গাঁজা গুলো সে আমু চা বাগানের এক ব্যাক্তির কাছ থেকে নিয়ে হবিগঞ্জ যাচ্ছিল।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের সচেতনতামূলক বক্তব্যে অনুপ্রানিত হয়ে ইদানিং পুলিশের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনগনের একাধিক অভিযান লক্ষ করা যাচ্ছে।
রাজু/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু