নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব বাগুনীপাড়া মাদ্রাসাতুল মদীনা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জাকির হোসেনকে (১২) বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন পাষন্ড শিক্ষক শরিয়ত উল্লা।
গতকাল মঙ্গলবার বিকেলে সহপাঠীদের সাথে খেলা করার সময় চেচামেচি করায় শিক্ষক শরীয়ত উল্লা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করেন। এতে জাকির হোসেনের দুই হাত ও পিঠ জখমপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতে জাকিরের পিতা চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বিষয়টি শায়েস্তাগঞ্জ থানাকে অবগত করেন। থানার ওসি মোঃ ইয়াছিনুল হক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।