নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড খাদ্য গুদামের সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ১৪ বছর ধরে জটিলতা চলে আসছিল।
তিনটি পরিবার দীর্ঘদিন ধরে খাদ্য গুদামের পশ্চিম দিকের প্রায় ২০/২৫ শতক জমি অবৈধভাবে ভোগদখল করে আসছিল। সীমানা নির্ধারনের জন্য গুদাম কর্তৃপক্ষ বেশ কয়েকবার দখলদারদের সাথে আলোচনায় বসলেও বিষয়টির সুনির্দিষ্ট সমাধান হয়নি।
যেকারণে সিলেট বিভাগীয় কমিশনার উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিলে
বৃহস্পতিবার(২০ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল সরেজমিনে গিয়ে খাদ্য গুদাম কর্তৃপক্ষ এবং দখলদারদের নিয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দখলদারদের পুনর্বাসনের আশ্বাস দিলে দখলদাররা মেনে নিয়ে জায়গার দখল ছেড়ে দেয়।
ফলে খাদ্য গুদামের সীমানা চিহ্নিত করা সম্ভব হয়। সাথে সাথে সামাদ,চুনারুঘাট খাদ্য গুদাম পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী প্রমূখ।