ফারুক মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডাক বাংলো স্ট্যান্ড হতে কালেঙ্গা বাজার পর্যন্ত রাস্তাটি প্রায় ১০ কি: মি:। উক্ত রাস্তার বড়জুষ বাজার থেকে কালেঙ্গা রাস্তায় জনকুড়া ঘাট, হিমালিয়া, চামলতলী হয়ে কালেঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৩ কি:মি: অংশ বেহাল দশায় পরিণত হয়েছে।
ফলে ওই এলাকার জনসাধারন সহ স্কুল, কলেজ, মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীরা সীমাহীন কষ্টের মধ্যে দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে। দীর্ঘ কয়েক বছর পূর্বে রাস্তাটি সংস্কার করা হলেও বর্তমানে রাস্তার অনেক অংশে খানাকন্দে ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।
কালিকাপুর উচ্চ বিদ্যালয়, মিরাশী উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট সরকারি কলেজ, রানীগাঁও মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ সহ আশপাশের প্রায় ১৫ গ্রামের মানুষ ঝুকি নিয়ে উক্ত রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তাটির অনেক অংশ ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা এই সড়ক দিয়ে চলাচল করতে মারাত্মক সমস্যায় পড়তে হয়।
চুনারুঘাট উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত এর সাথে আলাপ করলে তিনি জানান, রাস্তাটির একাধিক স্থানে ভেঙ্গে খানাকন্দে পরিণত হওয়ায় অতি শীঘ্রই সরকারের উন্নয়ন প্রকল্প দ্বারা রাস্তাটি পাকাকরণের কাজ হাতে নেওয়া হবে।
চুনারুঘাট-কালেঙ্গা রাস্তায় বড়জুষ বাজার হতে কালেঙ্গা বাজার পর্যন্ত প্রায় ০৩ কি: মি: রাস্তাটি পাকাকরণ করা হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে যাবে বলে ধারণা করছেন এলাকার সচেতন মহল।
উলেখ্য যে, কালেঙ্গা এলাকাটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা। রাস্তাটি পাকাকরণের উদ্যোগ গ্রহণ করতে উপজেলা চেয়ারম্যান সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
ফারুক/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj