এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট থেকে: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও তাঁতিলীগের যৌত শোকসভা পালন করা হয়।
আজ ২৪ আগষ্ট সোমবার সন্ধ্যায় ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে ও তাঁতিলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রনি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির খান।
জানা যায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করবে জাতির পিতাকে হারানোর এ দিনটিকে।
১৯৭৫ সালের শোকাবহ এই কালদিবসের ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন পরিবারের সবাই।এই দিন কে বাংলাদেশের মানুষ কলঙ্কিত দিন হিসাবে জানে।এই দিনে ব্যাথা আক্রান্ত ভরা মন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল কে শ্রদ্ধার সাথে স্বরন করে,সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় নেয়া হয় নানা আয়োজন।
এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালেক মাস্টার,লুৎফর রহমান চৌধুরী,কবির মিয়া খন্দকার সহ আওয়ামী লীগ
অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগন।
উল্লেখ্য আজকের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এমপি ও শেখ রেহানা এর জন্য মিলাদ মাহফিলে দীর্ঘ আয়াত কামনা করেন সকল নেতৃবৃন্দগন।