রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬-নং শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে মেহাম্মদ রাসেল মিয়া। প্রায় অনেক দিন যাবৎ ই নানা ধরনের রোগে ভুগছেন তিনি। কিডনি ও পেটে বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছিল।
বাবা রমজান মিয়া ছেলেকে সুস্থ করতে কোনো কিছুই বাদ রাখেন নি। সবকিছুর পিছনে খরচ করে নিস্ব হয়ে বসে আছেন রমজান মিয়া। বাড়িটি ছাড়া আর কোনো সম্বল নেই তার। পাড়ে না ছেলেকে বড় ধরণের কোনো চিকিৎসা করাতে। সেই পরিস্থিতে রাসেল মিয়ার জন্য আশার আলো হয়ে আসেন শাহজাহান পুর প্রবাসী সংগঠন।
সংগঠনটির প্রতিষ্টাতা মোহাম্মদ সাকিবুল হাসান সেলিম সংগঠনের সকল সদস্যকে এ ব্যাপারে জানালে অসুস্থ রাসেল মিয়ার চিকিৎসার সকল খরচ বহন করতে তারা রাজি হয়।
রাসেল মিয়ার বাবা রমজান মিয়ার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন আমি আমার ছেলের জন্য আমার থেকে সব ধরণের চেষ্টা করেছি, অনেক অর্থও খরচ করেছি কিন্তু এক পর্যায়ে আমি নিস্ব হয়ে গেছি। ঠিক তখন ই ৬নং শাহজাহানপুর ইউনিয়ন এর প্রবাসী সংগঠন এর সদস্যরা আমার পাশে এসে দারায় এবং আমার ছেলের চিকিৎসার সকল দায়িত্ব নেয়।
তিনি আরো বলেন সংগঠনের আর্থিক সহযোগীতায় আমার ছেলের চিকিৎসা চলছে। আমার ছেলে আগের ছেয়ে আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এবং আশা করি এভাবে চিকিৎসা চলতে থাকলে খবই তারাতারি সুস্থ হয়ে যাবে। রমজান মিয়া সংগঠনের প্রত্যকটা সদস্যের দীর্ঘায়ূ কামনা করেছেন এবং ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এ ব্যাপারে সংগঠনের প্রতিষ্টাতা সাকিবুল হাসান সেলিম এর কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন আমাদের সংগঠনের মূল লক্ষ হল সমাজ ও দেশের কাজে এগিয়ে যাওয়া। গরীব অসহায় মানুষের পাশে দারানো। আমাদের সাহায্যর কারনে যদি একটি প্রান বেঁচে যায় তাহলে আমরা সফল। তিনি তার সংগঠনের সকল সদস্যর জন্য দোয়া চেয়েছেন।
রুবেল/দৈনিক শায়েস্তাগঞ্জ / টিটু
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj