মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে মদপান করায় সাত যুবককে শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন-সুমানগঞ্জ জেলার জগনাথপুর এলাকার বাসিন্দা শামিম আহমদ, কামাল মিয়া, বিপ্লব চৌধুরী, আসাদ মিয়া, রুপক দেব, সমি ভূটোচার্য্য, ভীনচন্দ্র। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিষয়টি নিশ্চিত করেন থানার এস আই দ্বীপন চন্দ্র সরকার।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলা বিশ্বনাথ-রশিদপুর সড়কের ইমিদপুর নামক স্থানে মদপান করে মাতলামী করে। গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এ এস আই মাসুদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এদের মধ্যে কয়েকজন স্কুল পড়ুয়া ছাত্র রয়েছে। শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেক আড়াই হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, মদপান করার অভিযোগে সাত যুবককে জরিমানা করা হয়।