নিজস্ব ডেস্ক : বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেছেন আদালত।
মামলার আসামিদের মধ্যে মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান মিয়া রিফাত হত্যা মামলার এ রায় পড়া শুরু করেন।
এরপর ১টা ৫০ মিনিটে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। এসময় মিন্নিসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার দণ্ডপ্রাপ্ত ৬ নম্বর আসামি মুছা বন্ড পলাতক রয়েছেন।এর আগে রায় ঘোষণা উপলক্ষে সকাল সাড়ে ৮টার দিকে বাবার মোটরসাইকলে করে আদালতে আসেন এ মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দীকা মিন্নি।
এরপর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে র্যাবের কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় প্রাপ্তবয়স্ক ৮ আসামিকে।এর আগে জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান সকালেই কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আসেন।মামলার বাদী রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফসহ তার পরিবারের কয়েকজন সদস্যও রায়ের জন্য উপস্থিত হয়েছেন আদালতে।এদিকে রায়েক কেন্দ্র করে সকাল থেকে জজ আদালত চত্বরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। আদালত পাড়ায় যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj