সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ: শায়েস্তাগঞ্জে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা নিয়ে জুয়ায় আসক্ত হয়ে পড়েছে যুবসমাজ ও তরুণরা। উপজেলার বিভিন্ন স্থানে মুদির দোকান, সেলুন, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব ও ঘরে বসছে জুয়ার আসর। এ ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা না থাকায় এ আসর জমজমাট হয়ে উঠছে দিনে দিনে। সবার হাতেই স্মার্ট ফোন থাকায় বিভিন্ন সাইটে লাইভ খেলায় জমে উঠে আসর।
শায়েস্তাগঞ্জের সুতাং, বাছিরগঞ্জ বাজার, নুরপুর, নসরতপুর, অলিপুর, শৈলজুড়া, ব্রাক্ষণডুরায় বেশিরভাগ খেলা নিয়ে বাজি ধরা হয়। এদের মধ্যে আবার অনেকেই আছেন যারা প্রফেশনালিভাবে বাজি ধরেন। শুধুই আইপিএল নয়, তারা সারা বছরই সিপিএল, বিগব্যাশ, আন্তর্জাতিক ম্যাচ, বিভিন্ন কাউন্টি ম্যাচ নিয়ে প্রতিনিয়ত বাজি ধরে থাকেন।
এদের মধ্যে আবার, অনেকেই আছেন যারা জুয়ার বিভিন্ন সাইটে টাকার বিনিময়ে ডলার ইনভেষ্ট করেন অধিক লাভের আশায়। অনেকসময় এসব সাইটের টাকা ও অযাচিত কারণে উধাও হওয়ার খবর ও পাওয়া যায়।
এভাবে অনেকেই লাভের আশায় সর্বস্ব হারিয়ে ন্বি:স্ব হচ্ছেন, তবু ও নেশায় আসক্ত হয়ে বাজি খেলা ছাড়া তারা থাকতে পারেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, শায়েস্তাগঞ্জের বিভিন্ন অঞ্চলে অলিতে-গলিতে আন্তর্জাতিক ওয়ানডে, টেস্ট, টি-২০ আসর, এমনকি দেশ-বিদেশের ঘরোয়া লিগ নিয়ে নিয়মিত চলে জুয়া। কোন দল জিতবে, কোন খেলোয়াড় কত রান করবে, কোন বোলার কয়টা উইকেট নেবে-এমন অনেক বিষয় নিয়ে বাজি ধরা হয়। সাধারণত জুয়ার খেলোয়াড়রা দুভাবে বাজি ধরে থাকে।
প্রথমত, একসঙ্গে কোনও দোকান, সেলুন, হোটেল বা ঘরে বসে জুয়া খেলে। এরা বাজির টাকা নগদ পরিশোধ করে। দ্বিতীয়ত, বাড়ি, অফিস বা অন্যত্র বসে মোবাইল ফোনের মাধ্যমে পরিচিতদের সঙ্গে বাজি ধরে। এরা টাকা লেনদেন করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। জুয়ার টাকার পরিমাণ ৫০০ টাকা থেকে হাজার হাজার টাকা পর্যন্ত চলে। প্রতি ওভার কিংবা বলেও বাজি ধরে বলে অভিযোগ উঠেছে।
দোকানদার, সেলুনের নাপিত, ছাত্র সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ এ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এর মধ্যে শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী বেশি। লোভের বশবর্তী হয়ে দিনমজুর ও প্রাইভেট কোম্পানীতে চাকুরীজীবীরা ও জুয়া খেলছেন। এদের কেউ কেউ বাড়ির জিনিসপত্র বিক্রি ও সুদে ঋণ নিয়ে জুয়ায় অংশ নিয়ে সব হারাচ্ছেন। খেলা শুরুর আগেই জুয়াড়িরা টেলিভিশন বা মোবাইলের সামনে বসে পড়েন। সবার হাতে হাতে থাকে মোবাইল ফোন আর ব্রাউজ করা থাকে বিভিন্ন
জুয়া খেলাকে কেন্দ্র করে অনেক টাকার লেনদেন নিয়ে মাঝে মাঝে অপ্রীতিকর ঘটনার খবর ও পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক অলিপুরের এক ব্যবসায়ী জানান, ‘সদ্য শেষ হওয়া আইপিএল এর নবম রাউন্ডের কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে রাজস্থান এর তেবাটিয়ার ১ ওভারে ৫ ছক্কাসহ ৭ ছক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তরুণরা। ৩১ বলে তাঁর সংগ্রহীত ৫৩ রান মিরাকেলের মতো ভাগ্য পরিবর্তন করে জুয়াড়িদের। খেলার শুরুতে অনেকেই বাজি ধরে পাঞ্জাবের পক্ষে, পুরো খেলা পাঞ্জাবের নিয়ন্ত্রণে থাকলেও রাজস্থান এর তেবাটিয়া তাঁর সেরা পারফরম্যান্সের মাধ্যমে ভেঙ্গে দিয়েছে শত জুয়াড়ি তরুণদের স্বপ্ন।’
ওই ম্যাচে ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে পাঞ্জাবের করা ২২৩ রানের টার্গেট ভেঙে পেলে রাজস্থান রয়্যালস। রাজস্থান ৩ বল হাতে রেখেই ৬ উইকেট খরচে ২২৬ রান করে দুর্দান্ত জয় ছিনিয়ে আনে যা কল্পনাও করতে পারেনি বাজি ধরা জুয়াড়ি তরুণ-যুবারা।
বিশেঞ্জদেরমতে ‘আইপিএল জুয়া শুধু শায়েস্তাগঞ্জে নয়, জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এ জুয়াতে তরুণ ও যুবকরা বেশি ঝুঁকে পড়েছেন। খেলা উপভোগ্য হিসেবে মনমানসিকতা তৈরী করতে হবে। এটি কখনো জুয়ার মাধ্যম হতে পারে না। খেলাকে উপভোগ না করে জুয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করলে অনেক বড় অঘটন ঘটতে পারে।’
সমাজকর্মী মো: নাজিম উদ্দিন সুজন জানান, যেকোন ধরনের জুয়া খেলা মানেই হারাম। জুয়া মানুষের মস্তিষ্ক খারাপ করে ফেলে। যারা বাজিতে হেরে যায় তারা টাকা খুইয়ে চুরি, ছিনতাইয়ের মত জগণ্য কাজে ও লিপ্ত হয়। এটি একটি জঘন্যতম অপরাধ। জুয়ায় জড়িত অপরাধীদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের এমনভাবে শাস্তি দিতে হবে যেন অন্যরা আর জুয়ায় আগ্রহ না দেখায়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল-মামুন( তদন্ত) দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, আমরা শায়েস্তাগঞ্জের দোকানে তাস, লুডু, ক্রাম বোর্ড সব ধরনের খেলা বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছি। কোথাও যদি টিভিতে খেলা নিয়ে বাজি ধরা হয় আমরা অবশ্যই ব্যবস্থা নিব। খেলা দেখার জন্য দোকানপাট নয়, যার যার বাসায় বসে খেলা দেখতে হবে। তিনি আরো জানান, আসলে লুকিয়ে লুকিয়ে বাজি খেললে আমাদের আওতার বাইরে থাকলে আমরা কিছু করতে পারিনা। তবে, এসব ব্যাপারে প্রত্যেক তরুণদেরকে তাদের অভিবাবকদেরকে এ ব্
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj