নিজস্ব প্রতিবেদক :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মহাপরিচালক (গ্রেড-০১) আতিকুল হক (অতিরিক্ত সচিব)।
তন্মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরে বাস্তবায়িত গৃহহীনদের জন্য মোট ১৮টি দুর্যোগ সহনীয় বাসগৃহের মধ্যে আজ ৩ অক্টোবর মোছাম্মদ সালেহা বেগম,স্বামী মোঃ বাচ্চু মিয়া, গ্রাম দক্ষিণ দেওয়ার গাছ ডাকঘর চাঁদপুর বাগান ইউনিয়ন এর দুর্যোগ সহনীয় বাসগৃহ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহি অফিসার সত্যজিৎ রায় দাস, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, দেওরগাছ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শামসুন্নাহার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিদর্শনে মহাপরিচালক সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মহাপরিচালক এর নিকট কিছু বিশেষ প্রকল্প প্রস্তাব দেন। গ্রামীণ রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে এই প্রকল্প, গ্রামীন রাস্তা সমূহে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের বরাদ্দ উপজেলায় বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরো জানান, এ উপজেলায় গ্রামীণ অনেক মাটির নির্মিত রাস্তা রয়েছে যেগুলোতে বর্ষাকালে কর্দমাক্ত হয়ে যায় এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। পাশাপাশি গ্রামীণ রাস্তায় বেশকিছু ছোট ছোট ব্রিজ-কালভার্ট প্রকল্প নির্মাণ করা আহবান জানান। প্রেরিত প্রকল্প গুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে জরুরী ভিত্তিতে বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক কে অনুরোধ জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj