আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি :
আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে কাউন্সিলর পদে তিনজন প্রার্থী প্রতিযোগিতা করছেন। তাঁরা হলেন গোলাপ খান (উটপাখি), পাঠান মোহাম্মদ আফজাল (পাঞ্জাবি), আনর আলী (বোতল)।
২০১৫ সালে মাধবপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন মোহাম্মদ রুফু মিয়া। গত বছরের কাউন্সিলর রুফু মিয়া মৃত্যু হলে মাধবপুর পৌরসভার উপনির্বাচনসহ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২৯ মার্চ ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার পৌরসভার কাউন্সিলর পদে উপনির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরে গত ২১ সেপ্টেম্বর কাউন্সিলর পদে উপনির্বাচন ঘোষণা করা হলে প্রার্থীরা আবার মাঠে নামেন।
মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,নির্বাচনে পৌরসভার ১নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার১ হাজার ৪৩, নারী ভোটার ১হাজার ১৫ জন। মোট ভোট দেওয়ার বুথ ৫টি।
মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান মিঞা জানান, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারেন, সে জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া ভোটাররা যাতে স্বাস্থ্যবিধি মেনে ভোটে অংশ নেন, সে ব্যবস্থাও করা হয়েছে।
মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা গোলাম দস্তগীর জানান ,কোন অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj