প্রতিনিধি শায়েস্তাগঞ্জ: শায়েস্তাগঞ্জের অলিপুরে বিভিন্ন ইন্ডাষ্ট্রি গড়ে উঠায় বেড়েছে ভাড়াটিয়াদের সংখ্যা। সেই হারে স্থানীয় জমির মালিকরা গড়ে তুলছেন বাসা বাড়ি। কিন্তু আইন মেনে বাসা ভাড়া দিতে দেখা যায়না অনেক মালিকদেরকেই। ফলে প্রায়ই ঘটছে নানা ধরনের অপকর্ম।
অলিপুরের স্থানীয় বাসিন্দা জাহেদ মিয়ার মার্কেটে দোকানপাটসহ বেশ কয়েকটি বাসা ভাড়া নিয়ে থাকেন বিভিন্ন কোম্পানীতে চাকুরীরত লোকজন। সম্প্রতি তার ভাড়াটিয়ার বাসায় দুইবার চুরি হয়েছে। পরে খোজ নিয়ে দেখা যায়, এক ভাড়াটিয়াই অন্য ভাড়াটিয়ার মালামাল চুরি করে পালিয়ে গেছেন। কিন্তু ভাড়াটিয়ার কোন তথ্য মালিকের কাছে না থাকায় বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যায়নি।
এদিকে গতকাল রাতে জাহেদ মিয়ার বড় ভাই ফিরোজ মিয়ার বাসা থেকে অলিপুরের বাবুল মিয়ার পুত্র হৃদয়ের প্যান্টের পকেট কেটে প্রায় বিশ হাজার টাকা নিয়ে যায় শাকিল মিয়া নামে একজন ভাড়াটিয়া। এ বিষয়টি জানাজানি হলেও ফিরোজ মিয়ার কাছে ভাড়াটিয়ার কোন তথ্য না থাকায় পলাতক লোককে খোজে পাওয়া যাচ্ছেনা।
সরজমিনে ঘুরে জানা যায়, অলিপুরের বেশিরভাগ ভাড়াটিয়ারই এন আইডি কার্ড এর কপি, ছবি বা জীবন বৃত্তান্ত বাড়িওয়ালাদের কাছে নেই। ফলে প্রায়ই এলাকায় ঘটছে নানারকম অসামাজিক কাজ সহ চুরি ডাকাতির মত ঘটনা।
নানা ঘটনা ঘটলে ও নিজেদের দ্বায়ভার এড়িয়ে যান বাড়িওয়ালারা। অথচ সামান্য কিছু ভাড়া পাওয়ার আশায় ভাড়াটিয়াদের তথ্য নিকটস্থ থানায় জমা না দিয়ে মাসে মাসেই আবার ভাড়াটিয়া পরিবর্তন করতে ও দেখা যায় অনেককেই।
অত্র এলাকার সচেতনমহল এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল-মামুন জানান, আসলেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপুর্ণ।অনেকেই আমাদের কাছে ভাড়াটিয়ার তথ্য এসে জমা দেয়। আবার অনেকেই দেয়না। তবে নিজেদের নিরাপত্তার স্বার্থে সকলেরই সঠিকভাবে তথ্য জমা দেয়া উচিত। আমি এ বিষয়টি খতিয়ে দেখছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj