এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দেশব্যাপী চলমান ধর্ষন নিপীড়ন অশ্লীল ভিডিও ওয়েব সিরিজ ও মাদকের বিরুদ্ধে আলোকপ্রজ্জ্বলন প্রতিবাদ সভা শেষে চুনারুঘাট থানা প্রশাসন কতৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চুনারুঘাট মধ্যবাজারে সংগঠনের সভাপতি এম.ফুলমিয়া খন্দকার মায়া এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এর হোসাইনের সঞ্চালনায় এই আলোকপ্রজ্জ্বলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,চুনারুঘাট,সিলেট এমসি কলেজ সহ দেশব্যাপী চলমান ধর্ষন নিপীড়ন অশ্লীল ভিডিও ওয়েব সিরিজ ও মাদকের বিরুদ্ধে মাদক বিরোধী শক্তি চুনারুঘাট সামাজিক সংগঠন এই প্রতিবাদ সভা পালন ও স্মারক লিপি প্রদান করে।তারা জানায় দেশে যে অবস্থা শুরু হয়েছে এর মুল কারন হচ্ছে দেশে অবৈধ অশ্লীল ভিডিও ওয়েব সিরিজ সহ মাদকের সহজলভ্যতা।যার ফলে সমাজের বিকৃতি মস্তীস্কের সৃস্টি হচ্ছে। ফলে অপরাধ প্রবনতা দিনেদিনে বেড়েই যাচ্ছে। তাই এই কারন গুলোর মুল উপরে ফেলতে হবে।তাই প্রত্যেকে সমাজের নিজ নিজ জায়গা থেকে, নিজ ঘর থেকে এই অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণ করতে হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল, মাদক বিরোধী শক্তি চুনারুঘাট এর উপদেষ্টা মোহাম্মদ জিন্নাহ চৌধুরী,উপজেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ,পদক্ষেপ গন পাঠাগারের অর্থ সম্পাদক এস এম মিজান,হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশনের সভাপতি মনসুর আহমেদ,এছাড়াও উপস্থিত ছিলেন পঙ্কজ দেব,আশিক, আশরাফুর রহমান শহিদ, তাজিবুল হাসান বিজয়,তায়েব,আব্দুল হক,ফরহাদ,আশিক চৌধুরী,নুরুল,জুয়েল চৌধুরী, তানিম,কায়কোবাদ প্রমুখ।