নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া লস্কর বাড়িতে রাস্তার সীমানা বিরোধ নিয়ে দুই পক্ষের মাঝে হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয়সূত্রে যানাযায়,ওই বাড়ির অবসর প্রাপ্ত বিজিবি সদস্য মোহাম্মদ বখত ওরফে জমরুত চৌধুরীর সাথে তার চাচাতো ভাই ফরহাদ বখত চৌধুরীর পরিবাবের সাথে একটি রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।
ফরহাদ বখতের বড় ভাই পারভেজ বখতের শালীসে গত সোমবার(২৬ অক্টোবর) দুপুর পৌনে ১২ টায় বিষয়টি নিষ্পত্তির জন্য ওই সীমানায় যান দু পরিবারের লোকজন।উক্ত বিষয় নিয়ে উভয়ের মতের অমিল হলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।
একপর্যায়ে মোহাম্মদ বখত (৫৮) ও তার ছোট ভাই আকিক বখত চৌধুরী(৫৬)ধারালো অস্ত্র(কেচি) দিয়ে ফরহাদ বখতের বুকের বাম ও তার বড় ভাই ফয়সল বখতের বুকের ডান পাশে আঘাত করলে তারা মাটিতে পড়ে যায়।
এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চুনারুঘাট থানা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে ফরহাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানি মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে,খবর পেয়ে ঘটনার পরপর চুনারুঘাট থানা পুলিশ ঘাতকদের আটক করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আলী আশরাফ জানান,এ ব্যাপারে আটক দুই জনের বিরুদ্ধে ফয়সল বখত চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার(২৭ অক্টোবর) দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।