আকিকুর রহমান রুমন : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বানিয়াচংয়ে সর্বস্থরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াচংয়ের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত শনিবার (৩১ অক্টোবর)সকাল ১১টায় আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে জোড়ো হতে থাকে।
পরে মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি স্হানীয় বড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে এক সমাবেশে মিলিত হয়।
মিছিলটিতে দলমত নির্বিশেষে বানিয়াচংয়ের কয়েক হাজার তৌহিদী জনতা ও উলামায়ে কেরামগণ অংশ গ্রহন করেন।
মাওলানা আব্দুল বাছিত আজাদ(বড় হুজুরের)সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা মখলিছুর রহমান,৩নং ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান,২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিস উদ্দিন খান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির দূত, শান্তির প্রতীক, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে যে ঘৃণ্য কাজ করা হয়েছে,তাতে বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।বেঈমানরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করে আর আমরা মুসলিম সম্প্রদায় ইসলাম ও নবীর ইজ্জতের হেফাজত রক্ষার জন্য জিহাদ করে জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকে।
দেশের সরকার প্রধানকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রান্সের এ ঘৃণ্য কাজের নিন্দা প্রস্তাব পাশ করে রাষ্ট্রদূতকে বহিষ্কার করুন। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বর্জন করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj