নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর আজ খুলে দেওয়া হয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান। ফলে পর্যটকদের পদচারণয় আবারও মুখরিত হয়ে উঠবে উদ্যানটি।
গতকাল শনিবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান। এটি সিলেট বিভাগের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্পট। করোনা পরিস্থিতির কারণে গত ১৯ মার্চ বন্ধ করে দেয়া হয়। দেশের বিভিন্ন পর্যটন স্পট খুলের দেওয়ার ধারাবাহিকতায় সাতছড়ি উদ্যানকেও খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এ ব্যাপারে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, ‘উদ্যানে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী আসেন। এখান থেকে প্রতি বছর কয়েক লাখ টাকা রাজস্ব আদায় হয়। আশা করি আগের মতোই লোকে লোকারণ্য হয়ে উঠবে উদ্যানটি।’
১৯১২ সালে প্রায় ১০ হাজার একর দুর্গম পাহাড়ি জমিতে গঠিত রঘুনন্দন হিলস রিজার্ভ নিয়ে সাতছড়ি উদ্যান। ২০০৫ সালে ৬০০ একর জমিতে জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয়। এ উদ্যানে ১৯৭ প্রজাতির জীব-জন্তুর মধ্যে প্রায় ২৪ প্রজাতির স্থন্যপায়ী, ১৮ প্রজাতির সরীসৃপ, ছয় প্রজাতির উভচর, প্রায় ২০০ প্রজাতির পাখি রয়েছে। এছাড়া লজ্জাবতী বানর, উল্লুক, চশমা পড়া হনুমান, শিয়াল, কুলু বানর, মেছো বাঘ, মায়া হরিণও রয়েছে এই উদ্যানে।
সাতছড়ি উদ্যানের গভীর অরণ্যে রয়েছে আদিবাসী পরিবারের বসবাস। পর্যটকদের জন্য রয়েছে প্রজাপতি বাগান, ওয়াচ টাওয়ার, হাঁটার ট্রেইল, খাবার হোটেল, রেস্ট হাউস, মসজিদ, রাত যাপনে স্টুডেন্ট ডরমিটরি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj