নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ ই নভেম্বর জুমার নামাজের পর নুরপুর ইউনিয়নের সকল ইমাম ও মুসলিম জনতার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনটি সুতাং বাছিরগঞ্জ বাজার থেকে শুরু হয়ে সুতাং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রদক্ষিণ করে বাজারের ঈমান পল্লীতে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
এসময় বিক্ষুব্ধ মুসলিম জনতা ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানান। বক্তারা বলেন মহানবী(সাঃ)কে ব্যাঙ্গ করে কাটুন প্রদর্শন করে মুসলিম জাতির হৃদয়ে আঘাত করেছে।
এক বক্তব্যে সুতাং বাজারের ইমাম মাওলানা খাইরুল বাশার বলেন, যিনি সৃষ্টি না হলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতোনা সেই মহামানব প্রাণপ্রিয় মহানবী(সাঃ)কে নিয়ে ফ্রান্স সরকার ব্যাঙ্গচিত্র তৈরি করে মুসলিম জাতির হৃদয়ে যে আঘাত করেছে তার শাস্তি হিসেবে ফ্রান্স সরকারের পদত্যাগ করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আমরা ফ্রান্সের সকল পন্য বয়কট করছি এবং নবীপ্রেমীদের প্রতিবাদের ভাষা আমরা আরো কঠোর প্রতিবাদে বুঝিয়ে দিব।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোঃ ইসহাক আলী সেবন, হাবিবুর রহমান বেনু, সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব,আবিদুর রহমান বাদশা, মোঃ আরজু মিয়া, বাহাউদ্দিন সানু, মোঃ নাছির উল্লাহ,শাহজাহান তালুকদার, গোলাম সারোয়ার বাবলু, আতাউর রহমান কায়েস, আরব আলী মাস্টার, সৈয়দ আবুল কালাম,মোঃ শিবলু মিয়া, জয়নাল ভান্ডারী, মোঃ সাইফুল ইসলাম, এম এ মামুন আহমেদ, মোঃ মহিউদ্দিন সোহাগ, শেখ সোহানুর রহমান প্রমুখ।
বিক্ষুব্ধ ধর্মীয়প্রাণ মুসল্লিদের জমায়েতে প্রতিবাদে মুখোর হয়ে উঠে এলাকা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj